রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ভূতুড়ে' ভোটার বাছতে জেলাস্তরে কমিটি গঠনের নির্দেশ, বিধানসভা ভোটে চার জেলায় দলের খারাপ ফল নিয়ে ক্ষুব্ধ অভিষেক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ মার্চ ২০২৫ ১৯ : ০৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি করা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রে জানানো হয়েছিল, ১৫ মার্চ ভার্চুয়ালি বৈঠক করবে অভিষেক। সেই বৈঠকে রাজ্য কমিটির সকল সদস্য, সব জেলা সভাপতি এবং সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই নির্দেশ মতোই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রায় সাড়ে চার হাজার প্রতিনিধি। সেই বৈঠকেই ভুয়ো ভোটার নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক। এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে চারটি জেলায় দলের খারাপ ফল নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভার্চুয়ালি বৈঠকটি শুরু হয়। তৃণমূল সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুয়ো ভোটার এবং ভোটার তালিকা সংশোধনের জন্য জেলাস্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। ২১ থেকে ২৭ মার্চের মধ্যে পাঁচ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কমিটি তৈরির ক্ষেত্রে সাংসদ-বিধায়কদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন অভিষেক। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কিছু এজেন্সিকে কাজে লাগিয়ে ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করেছে। 

গত বিধানসভা নির্বাচনে মালদা, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরে দলের খারাপ পারফরম্যান্সের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। তিনি বলেন, ''পূর্ব মেদিনীপুরে নিজেরা ঝগড়া করে হেরেছি। ভাবুন কী কাজ করছি, ভাবুন একবার। নিজেরা ঝগড়া করে অন্যদের সুবিধা করে দিচ্ছেন। একটু পরিশ্রম করলে কাঁথিতে জিততে পারতাম।'' তিনি আরও বলেন, ''মালদায় ফল খারাপ হয়েছে। মালদা নিয়ে আমি আলাদা বৈঠক করব।'' এর পাশাপাশি তাঁর নির্দেশ, ''যে সব জায়গায় ৭০ শতাংশ ভোটে হেরেছি সেই সব জায়গায় বুথ এবং অঞ্চল সভাপতি পরিবর্তন করতে হবে।'' দলের প্রতিনিধিদের টার্গেট বেঁধে দিয়ে অভিষেক বলেন, ''ফল যতই খারাপ হোক না কেন এই চার জেলা থেকে অন্তত ১২টি আসনে জিততে হবেই।''

পাশাপাশি আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে এবার কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক। তিনি জানান, কেউ তার বা আই প্যাকের নাম করে কিছু দাবি করলে এই ৮১৪২৬৮১৪২৬ নম্বরে জানাতে। তাঁর সাফ বার্তা, ''পদ পাইয়ে দেওয়ার নাম করে, আমার নাম করে বা আইপ্যাকের নাম করে কোনও টাকা তোলা যাবে না।'' 


Abhishek BanerjeeTMCVirtual meetingVoter list

নানান খবর

নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া